কুড়িগ্রাম প্রতিনিধি : আজ শুক্রবার (১২ মে) সকালে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর সীমান্ত দিয়ে মোটর সাইকেলযোগে একজন লোক ভারতে স্বর্ণ পাঁচার করবে।
উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় কাশিপুর বিওপি’র কমান্ডার সুবেদার মোঃ আশরাফ আলীর নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ টহলদল কাশিপুর গ্রামের ঈদগাঁ’র পাশের রাস্তার ধারে ওঁৎ পেতে থাকে।
আনুমানিক ১১ ঘটিকায় বিজিবি টহলদল সোর্সের বর্ণনানুযায়ী মোটর সাইকেলযোগে একজন ব্যক্তিকে আসতে দেখে তাকে চ্যালেঞ্জ করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে লোকটি মোটর সাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল ধাওয়া করে পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে তাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তির মোটর সাইকেল তল্লাশি করে মোটর সাইকেলের তেলের ট্যাংকির মধ্যে নেটের ব্যাগে পেঁচানো অবস্থায় ১টি প্যাকেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে বিজিবি টহলদল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত প্যাকেট খুলে ১৪টি (২৪ ক্যারেট) স্বর্ণের বার উদ্ধার করে।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১.৬৩৩ কেজি (১৪০ ভরি) এবং আনুমানিক বাজারমূল্য- ১ কোটি ৪০ লক্ষ টাকা।
আটককৃত পাচারকারীর রবিউল ইসলাম (৩০) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করতঃ ফুলবাড়ি থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণ কুড়িগ্রাম ট্রেজারী অফিসে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।