সংবাদদাতা, কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ওইদিন রাতেই ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি মামলা করেছেন।
মামলায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের একটি মসজিদের মুয়াজ্জিন শাহ জামালকে (৫৫) আসামি করা হয়েছে। তবে তিনি পলাতক বলে জানিয়েছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান।
তিনি বলেন, ‘ওই তরুণী একইসঙ্গে শ্রবণ ও বাক প্রতিবন্ধী। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে ধর্ষণ করেন শাহ জামাল। পরে তরুণীর চিৎকার শুনে তাকে স্থানীয়রা আটক করলেও কৌশলে পালিয়ে যান তিনি।’
শারীরিক পরীক্ষার জন্য ওই তরুণীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।