সংবাদদাতা, কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের সদর দক্ষিণের ২৪ ওয়ার্ড কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় ৭১ টিভির ঢাকা থেকে আসা টিমের রিপোর্টার ও ক্যামেরাম্যানের ওপর হামলা করে একদল সন্ত্রাসী। তারা ৭১ টিভির ক্যামেরা ও গাড়ি ভাঙচুর করেছে।
সোমবার খবর পেয়ে সদর দক্ষিণ অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে পুলিশ পাঠালে তারা প্রাণে রক্ষা পান।
সোমবার বিকাল ৫টায় এ হামলার ঘটনা ঘটেছে। ৭১ টিভির কুমিল্লা প্রতিনিধি এনামুল হক গণমাধ্যমকে বলেন, হামলাকারীরা পূর্বপরিকল্পনামতো এ হামলা করে ৭১ টিভির সিনিয়র রিপোর্টার ও ক্যামেরাম্যানকে মারধর করে এবং ক্যামেরা ও গাড়ি ভাঙচুর করে। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ বলেন, ঘটনা তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, এ হামলা নির্বাচনের কোনো ইসু নয়, পূর্ব পরিকল্পনামতো হামলা করে একদল সন্ত্রাসী তাদের বিরুদ্ধে ৭১ টিভিতে সংবাদের ইস্যু খুঁজে।