কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানে শীষ এক প্রকার রোগে শুকিয়ে যাচ্ছে।সেই সঙ্গে ধানের পাতাগুলো পুড়ে যাওয়ার মতো অবস্থা দেখা দিয়েছে।ফলে ধানের শীষ ছোট হয়ে আসছে। এবার ধানের পরিমাণ কম হওয়ার আশংকায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
কৃষি বিভাগের মতে, এটি এক ধরনের ব্লাস্ট রোগ। খেতে অধিক মাত্রায় নাইট্রোজেন সার ব্যবহার ও হঠাৎ করে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া ও গরম পড়ায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।
উপজেলা কৃষি বিভাগ জানায়, ফুলবাড়ী উপজেলায় ৯ হাজার ৯৮৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। কিন্তু ব্লাস্ট রোগের কারণে কৃষক কিছুটা ক্ষতির মুখে পড়েছেন।
উপজেলার কাশিপুর ইউনিয়নের বাসিন্দা কৃষক সোহেল তানভীর বলেন, কয়েক একর জমিতে বোরো চাষ করেছি। কিন্তু এক প্রকার রোগের কারণে ধানের শীষ ছোট হয়ে গেছে। ধানের পাতা যেন পুড়ে গেছে।
ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ বলেন, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৯ হাজার ৯৮৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এর চেয়েও বেশি। তবে বৈরী আবহাওয়ার কারণে উপজেলার দুই একটি ইউনিয়নে আড়াই হেক্টর জমিতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে, যা প্রতিরোধে পরামর্শ অব্যাহত।