নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে নুরুল ইসলাম রানা (৫৪) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন জানান, বিকেলের দিকে কুড়িল বিশ্বরোড উড়াল সেতুর নিচে রেললাইনে দাঁড়িয়ে বাদাম খাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত রানা পরিবারের সঙ্গে মধ্য বাড্ডা এলাকায় থাকতেন। তিনি পেশায় গাড়ি গাড়িচালক ছিলেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।