আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজের নতুন প্রেস সচিব হিসেবে কারিনে জেন-পিয়েররের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
আগামী সপ্তাহের শেষ দিকে কারিনে জেন-পিয়ের বর্তমান প্রেস সচিব জেন সাকির স্থলাভিষিক্ত হবেন। প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে প্রেস সচিবের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ পদটিতে কৃষ্ণাঙ্গ এক নারীকে বেছে নেওয়া হলো। তিনি এর আগে এমএসএনবিসি সংবাদমাধ্যমের বিশ্লেষক ছিলেন।
জো বাইডেন নির্বাচিত হওয়ার পর থেকে পিয়েররে তার প্রশাসনের মুখ্য উপপ্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন।
সূত্র: বিবিসি