300X70
রবিবার , ১৩ আগস্ট ২০২৩ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কেকের প্যাকেটে ৩ লক্ষ টাকার ইয়াবাসহ আটক-১

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৩, ২০২৩ ১:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকার সাভারে অভিনব কায়দায় কেকের প্যাকেটে করে অ্যামফিটামিন বা ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় আব্দুল্লাহ আল মামুন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শনিবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভারের আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক হারুন-অর-রশীদ।
এর আগে, শুক্রবার (১১ আগস্ট) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার আব্দুল্লাহ আল মামুনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গান্দি দেত্তপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত কলিম উদ্দিন।

এ ব্যাপারে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশীদ এ প্রতিবেদককে জানান, শুক্রবার (১১ আগস্ট) মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজ সংলগ্ন সড়কে ডিউটি প্রদানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি এলাকায় মাদক বেচাকেনা করছে একটি চক্র।

পরে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে মামুন নামে এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করে। পরে তাকে তল্লাশি করে ড্যান কেকের প্যাকেটের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১১০০ শত অ্যামফিটামিন বা কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩,৩০০০০ (তিন লক্ষ ত্রিশ হাজার) টাকা।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুনের সঙ্গে থাকা সুজন নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।

তবে গ্রেফতার হওয়া মামুনের নামে টাঙ্গাইলের বিভিন্ন থানায় আরও ছয়টি মাদক মামলা রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন-অর-রশিদ আরও বলেন, মামুন দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে মাদক এনে সাভারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

শনিবার সকালে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি তার সঙ্গে পলাতক সুজন নামে অপর আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :