300X70
শুক্রবার , ২১ অক্টোবর ২০২২ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কে হবেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী, কীভাবে হবেন?

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২১, ২০২২ ৮:৩৮ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: পদত্যাগ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টা ৩২ মিনিটে তিনি দশ নম্বর ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে নিজের পদত্যাগের ঘোষণা দেন। দায়িত্ব গ্রহণের মাত্র ৪৫ দিনের মাথায় মসনদ ছাড়তে বাধ্য হলেন তিনি। এর মধ্য দিয়ে ২০০ বছরের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড করলেন।

নতুন প্রধানমন্ত্রী কীভাবে হবেন?

লিজ ট্রাস তার ভাষণে বলেছেন, এক সপ্তাহের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
সাধারণত কনজারভেটিভ পার্টির ভেতরে এ নির্বাচনের প্রক্রিয়া কয়েক মাস ধরে চলে। প্রথম এমপিরা কয়েকজন প্রার্থীকে নির্বাচন করেন এবং তাদের মধ্যে যিনি পার্টি সদস্যদের ভোট সবচেয়ে বেশি পান তিনিই প্রধানমন্ত্রী হন।

কিন্তু এক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি হয়তো এক সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। ‘১৯২২ কমিটি’ নামে এমপিদের বিশেষ কমিটির প্রধান স্যার গ্রাহাম ব্র্যাডি বলেছেন, আগামী শুক্রবারের মধ্যেই এ নির্বাচনের ফল জানা যাবে এবং তাতে পার্টি সদস্যরাও জড়িত থাকবেন।

এক্ষেত্রে নির্বাচনের প্রক্রিয়াটি হল- প্রার্থীদের প্রত্যেকের কমপক্ষে ১০০ জন কনজারভেটিভ এমপির সমর্থন লাগবে। যদি মনোনীত প্রার্থীর সংখ্যা দুই জন হয়, তাদের মধ্যে কোনও একজন প্রার্থীর ১০০ সমর্থক না থাকলে তিনি প্রতিযোগিতা থেকে বাদ পড়বেন। আর যদি কেবলমাত্র একজন প্রার্থীর ১০০ জন সমর্থক থাকে, সেক্ষেত্রে কোনও ভোটের প্রয়োজন হবে না। তিনি সরাসরি দলের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন।

আর যদি প্রার্থী দুইজনের বেশি হয় এবং প্রত্যেকের ১০০ সমর্থকের বেশি থাকে, সেক্ষেত্রে কনজারভেটিভ এমপিরা নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দেবেন। যিনি কমপক্ষে ভোট পাবেন, তিনি প্রতিযোগিতা থেকে বাদ পড়বেন।

এরপরও একাধিক প্রার্থী থাকলে কনজারভেটিভ এমপিরা আবারও ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থী বাছাই করবেন। যিনি কম ভোট পাবেন তিনি বাদ পড়বেন।

এরপরও একাধিক প্রার্থী থাকলে এবার কনজারভেটিভি প্রার্থীরা অনলাইনে ভোট দেবেন। এভাবে শেষ পর্যন্ত যিনি বেশি ভোট পেয়ে টিকে যাবেন তিনি দলের নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

কে হবেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী?

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে এখন নানা জল্পনা চলছে।

লিজ ট্রাস প্রধানমন্ত্রী হবার সময় যারা তার প্রতিদ্বন্দ্বী ছিলেন- তার মধ্যে অন্তত দু’জন ঋষি সুনাক এবং পেনি মরড্যান্টের নাম শোনা যাচ্ছে সম্ভাব্য প্রার্থী হিসেবে।

এছাড়া আছে প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের নামও শোনা যাচ্ছে। অন্যদিকে, অর্থমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন- তিনি প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন, বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে- মাত্র ছয় সপ্তাহ আগে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও আবার প্রধানমন্ত্রী হবার প্রতিযোগিতায় নামতে পারেন।

একটি জনমত জরিপে বলা হচ্ছে, সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রীর তালিকায় এক নম্বরে আছেন ঋষি সুনাক। সূত্র: বিবিসি

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

উদ্বোধন হলো দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার

ইউক্রেনের স্বপ্নভঙ্গ, ৬৪ বছর পর বিশ্বকাপে ওয়েলস

চাটখিলে রমজানে স্বাস্থ্য সম্মত ইফতার সরবরাহ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে মতবিনিময়

সিলেটে পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ২য় দিন চলছে

সিনিয়র শিক্ষক কবির উদ্দিনের মৃতুতে পরিবেশমন্ত্রীর শোক

নিরাপদে গন্তব্যে পৌঁছাতে প্রত্যেক চালককে সুস্থ্ থাকতে হবে : রওশন আরা মান্নান

জনতা ব্যাংকে ডিএমডি হিসেবে যোগদান করলেন মো. আসাদুজ্জামান

করোনায় আক্রান্ত যুবলীগ চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পঞ্চগড়ে অবৈধ ভাবে পাচারকালে ২শ বস্তা চাসহ ট্রাক জব্দ

ছাদ বা বারান্দায় পুদিনা গাছ যেভাবে চাষ করবেন

ব্রেকিং নিউজ :