ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দীন কালু মিয়ার কবর জিয়ারত করেছেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ। আজ শনিবার (১৯জুন) মহেশপুর ও কোটচাদপুর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কবর জিয়ারত করেন তিনি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কালু মিয়ার সহধর্মীনি কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্ননেছা মিকি, তার পুত্র এনায়েত উল্লাহ সৈকত, কোটচাদপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাইদার রহমান, সহ-সম্পাদক কামলা হাওলাদার, আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, রোকনুজ্জামান টুল্লু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মজনুর রহমান, বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সেলিম, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, মহেশপুর উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান, যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী, মহেশপুর কৃষকলীগের সহ-সভাপতি বদরুল আলম, পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।