জাহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক পিতাকে মারপিটের অভিযোগে ছেলে তৌফিকুর রহমান চপল (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অজ স্কুল শিক্ষকের মেয়ে শারমিন আক্তার বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। যার নম্বর-৪।
জানা যায়, পৌর শহরের বাসিন্দা কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক লুৎফর রহমানের পরিবারে স্ত্রী ও ৪ ছেলে-মেয়ে আছে। বেশ কিছু দিন যাবত জমি-জমা সংক্রান্ত নিয়ে গোলযোগ চলছিল।
বিষয়টি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে ছেলে তৌফিকুর রহমান উত্তেজিত হয়ে বৃদ্ধ পিতা লুৎফর রহমান সহ দুই বোনকে মারপিট করে। এতে তারা গুরতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।
ভুক্তভোগী শিক্ষক লুৎফর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই গোলাযোগ হত। এবং ছেলে তৌফিক তাদেরকে মারধর করতো। মঙ্গলবার সন্ধায় ছেলে তৌফিক ভিটেবাড়ির জমি তার নামে দেওয়ার জন্য চাপ দেয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সে আমার উপর হামলা চালায়। এসময় আমার দুই মেয়ে বাধা দিতে আসলে তাদের উপরও হামলা চালায়।
এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক প্রকাশ চন্দ্র সরকার বলেন, পিতাকে মারপিটের মামলায় ছেলে তৌফিকুর রহমান চপলকে গ্রেফতার করা হয়েছে।
কুঠিদুর্গাপুরে অজ্ঞাত কারণে ৪ গরুর মৃত্যু : ঝিনাইদহ সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামের মামুন মিয়ার ৪টি গরু অজ্ঞাত কারণে মারাগেছে।
গতকাল মঙ্গলবার বিকালে ২টি ও ৩দিন আগে আরও দুটি গরু মারা গেছে। মামুন মিয়া কুঠিদুর্গাপুর গ্রামের মৃত জহুরুল হক কানাইয়ের ছেলে। মামুন পারিবারিক খামারে সংকর জাতের কিছু গরু পালন করছিল।
তিনি জানান, ৩ তিন আগে সকালে গরুর খাবার দিতে গিয়ে দেখতে পান অস্বাভাবিকভাবে দুইটা গরু সুয়ে আছে। কাছে গিয়ে দেখতে পান একটি গাভী ও একটি বকনা মারা গেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে গোয়ালের মধ্যেই আবার একটি বকনা ও একটি গাভী মারা যায়। কিন্তু কি কারণে মারা যাচ্ছে বুঝতে পারছি না।
গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম জানান, পর পর ৩ দিনে ঐ কৃষকের ৪ টি গরু মারা গেল। এই কি কারণে মারা যাচ্ছে এটার তদন্ত হওয়া দরকার যদি কোন পয়জনিং কারণে হয় তাহলে এই বিষয়ে অন্য কৃষকদের সচেতন হতে হবে। না হলে তারাও ক্ষতিগ্রস্ত হবে।
ঝিনাইদহ সদর উপজেলা প্রাণি সম্পদক কর্মকর্তা ডাঃ মোঃ তারেক মুসা জানান, বৃষ্টি হলে মাঠের ঘাসে প্রাকৃতিকভাবে ইউরিয়া সংযোজিত হয়। এসময় ঘাস অতিরিক্ত সবুজ হয় এবং হঠাৎ করে অনেক বড় হয়ে যায় এই কৃষক সম্ভবত এমন ঘাস গরুকে খাইয়ে থাকতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সরেজমিনে গেলে বিষয়ে আরও বিস্তারিত বলতে পারবো। তবে বৃষ্টি হলে মাঠ থেকে সংগ্রহ করা অতিরিক্ত সবুজ ঘাস গরুকে খাওয়া ঠিক নয়। এই ঘাস একটু হলুদভাব না আসলে অথবা না শুকিয়ে গরুকে খাওয়ানো যাবে না।