বাহিরের দেশ ডেস্ক: যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী এবং সমৃদ্ধশালী পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায়, কোনো নির্দিষ্ট দল বা প্রার্থীর সঙ্গে নয়। বৃহস্পতিবার বিকালে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা বলেন। তাকে এসময় প্রশ্ন করা হয় যে, পাকিস্তানের চলমান অস্থিতিশীলতার কারণে তাদের পরমাণু অস্ত্রের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন কিনা। এর উত্তরে প্যাটেল বলেন, বিষয়টি একান্তই পাকিস্তানের আভ্যন্তরীণ ইস্যু।
ডন জানিয়েছে, পাকিস্তানের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনকে প্রায়ই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। হোয়াইট হাউস, কংগ্রেস, পররাষ্ট্র দপ্তর এবং মার্কিন থিংকট্যাংকগুলোতে এ নিয়ে আলোচনা হচ্ছে। বৃহস্পতিবার প্যাটেলকে সরাসরি প্রশ্ন করা হয় যে, পাকিস্তানে সামরিক বাহিনীর সদরদপ্তর এবং সেনা কর্মকর্তাদের বাড়িতে যে হামলা হয়েছে তা নিয়ে যুক্তরাষ্ট্র কী ভাবছে।
জবাবে প্যাটেল বলেন, আমরা পাকিস্তানের ওপর নিবিড়ভাবে নজর রাখছি। এর আগেও যুক্তরাষ্ট্র পাকিস্তানের দিকে নজর রেখেছে। আমাদের কোনো দল কিংবা প্রার্থীর বিষয়ে আলাদা কোনো অবস্থান নেই। আমাদের স্বার্থ হচ্ছে একটি নিরাপদ ও সমৃদ্ধশালী পাকিস্তানে। এটাই যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের আসল আগ্রহের জায়গা।
পাকিস্তানে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকা নিয়ে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন। তিনি বলেছেন যে, ইন্টারনেট একে অন্যের সঙ্গে কথা বলার জন্য, আলোচনা অব্যাহত রাখার জন্য এবং সরকারকে দায়বদ্ধ রাখার জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সবসময়ই শক্তিশালী, গণতান্ত্রিক পাকিস্তান চেয়েছে। আমাদের এই অবস্থান অপরিবর্তিত রয়েছে।