নিজস্ব প্রতিবেদক : কোরবানির পশু ও পশুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম সুচারুভাবে সম্পাদনে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। সে কার্যক্রমের সংক্ষিপ্তসারঃ
# আজ রাত ১১টা হতে পশুর হাট কেন্দ্রিক বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। আগামীকাল দুপুর ২টা হতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। এ কাজে মোট ৯০৫০ জন শ্রমিক নিয়োজিত থাকবে।
# নগর ভবনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। কোরবানির পশুর হাটের বর্জ্য ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সচিত্র সমন্বয় ও কেন্দ্রীয়ভাবে তদারকিতে এই নিয়ন্ত্রণ কক্ষ তিন সেশনে সার্বক্ষণিক সচল থাকবে। এতে করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ দায়িত্ব পালন করবেন।
# বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিন সচিত্র তদারকির লক্ষ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে করপোরেশনের দশটি অঞ্চলের জন্য দশটি টিম গঠন করা হয়েছে। আগামীকাল দুপুর ২টা হতে সে সকল টিম কাজ শুরু করবে।
# ১ লক্ষ ২০ হাজার পচনশীল ব্যাগ সরবরাহ করা হয়েছে।
# ২৮ টন ব্লিচিং পাউডার ও ২০৫ গ্যালন স্যাভলন সরবরাহ করা হয়েছে (প্রয়োজনীয় অনুসারে সরবরাহের জন্য ২৬ টন ব্লিচিং পাউডার ও ১০৮ গ্যালন স্যাভলন নগর ভবনে মজুত রাখা হয়েছে।)
# ১৩ ধরনের সর্বমোট ৩৫৩টি যান-যন্ত্রপাতি (গাড়ি) বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশ নেবেঃ
ডাম্প ট্রাক – ৯২টি
হুইল লোডার (পে-লোডার) – ১৩টি
হুইল ডোজার (টায়ার ডোজার) – ৮টি
স্কীড লোডার – ৮টি
লং ট্রেইলর – ৩টি
বেক-হো লোডার: ৪টি
স্কেভেটর: ৮টি
বুলডোজার:৫টি
কম্পেক্টর: ৪০টি
কন্টেইনার ক্যারিয়ার: ৪৯টি
খোলা ট্রাক (বড়): ৭৭টি
ছোট ট্রাক: ৩৫টি
পানির গাড়ি: ১১টি