স্পোর্টস ডেস্ক: দরকার মাত্র ৯৮ রানের। তাহলেই ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অধিনায়ক হিসেবে দ্রুততম ১,০০০ রানের নজির গড়বেন তিনি।
আপাতত অধিনায়ক হিসেবে সব থেকে দ্রুত ১,০০০ রানের গণ্ডি পেরিয়েছেন বিরাট। মাত্র ১৭ ইনিংসে সেই মাইলস্টোন পেরিয়ে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তবে সেই রেকর্ড হাতছাড়া হতে পারে কোহলির। কারণ আপাতত অধিনায়কের ব্যাটন পাওয়ার পর ১২ ইনিংসে ইতোমধ্যে ৯০২ রান করে ফেলেছেন বাবর। বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিতে প্রয়োজন মাত্র ৯৮ রান। আগামীতে যেকোনও ইনিংসেই কোহলিকে সরিয়ে অধিনায়ক হিসেবে দ্রুততম ১,০০০ রানের রেকর্ডের মালিক হতে পারবেন বাবর।
আজও সেই সুযোগ পাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক। কেননা, আজ মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে চলেছে পাকিস্তান। একদিনের ম্যাচের সিরিজের বাকি দুটি ম্যাচও হবে মুলতানে – আগামী শুক্রবার এবং রবিবার।
একদিনের ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ড
সার্বিকভাবে ২৬০ টি ম্যাচে (২৫১ ইনিংসে) ১২,৩১১ রান করেছেন বিরাট কোহলি। সর্বোচ্চ ১৮৩ রান। স্ট্রাইক রেট ৯২.৯২। শতরান হাঁকিয়েছেন ৪৩টি। অর্ধশতরান করেছেন ৬৪টি।
একদিনের ক্রিকেটে বাবর আজমের রেকর্ড
৮৬টি একদিনের ম্যাচে (৮৪টি ইনিংস) ৪,২৬১ রান করেছেন বাবর। সর্বোচ্চ করেছেন ১৫৮ রান। ১৬টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরি করেছেন।