বিনোদন ডেস্ক: মাদক বিতর্কের পর এনসিবির কাছ থেকে ক্লিনচিট পেয়ে গেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান।
ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেও এসেছেন এই স্টারকিড। এখন চলছে আরিয়ান খান ও ইসাবেলা কাইফের সম্পর্ক নিয়ে চর্চা।
সোশ্যাল মিডিয়ায় তাদের বেশ কিছু যুগল ছবি ভাইরাল। অভিনেত্রী শ্রুতি চৌহানের জন্মদিনে হাজির ছিলেন ক্যাটরিনার বোন ইসাবেলা এবং আরিয়ান খান।
রুপালি পর্দায় শাহরুখ-ক্যাটরিনার রসায়ন দাগ কেটেছে দর্শক মনে, তবে পর্দার বাইরে কি শিগগিরই নতুন কোনো সম্পর্ক তৈরি হবে দুই তারকার? অন্তত নেটিজেনদের মধ্যে সেই নিয়ে জোরচর্চা।
একসঙ্গে পার্টি করছেন, সময় কাটাচ্ছেন আরিয়ান-ইসাবেলা! তাহলে কি দুজনের বন্ধুত্ব জমে উঠেছে? তবে আরিয়ান-ইসাবেলা এক ফ্রেমে ধরা দেননি। বার্থ ডে গার্ল শ্রুতির সঙ্গেই তাঁদের ছবি রয়েছে। আর এই এক ফ্রেমে ধরা না দেওয়া নিয়েও ফিসফিসানি শুরু হয়েছে।
আপাতত নিজের ক্যারিয়ার গড়তে মনোযোগী আরিয়ান। শোনা যাচ্ছে, পর্দার নেপথ্যে থেকে কাজ করতে ইচ্ছুক ২৪ বছর বয়সী এই তারকা-সন্তান।
অন্যদিকে, ক্যাটরিনার মতো ইসাবেলাও সালমানের হাত ধরেই ছবির জগতে প্রবেশ করেছেন। তার প্রথম ছবি ছিল ‘ডক্টর ক্যাবি’। ইন্দো-কানাডীয় এই প্রোজেক্টের যৌথ প্রযোজক ছিলেন সালমান। ২০১৪ সালে মুক্তি পায় ই ছবি। ‘টাইম টু ডান্স’ দিয়ে গত বছর বলিউডে ডেবিউ করেন ইসাবেলা।