সংবাদদাতা, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত মো. ফয়েজের ছেলে মুফিজুর রহমান (১৪) নামে এক কিশোরকে উদ্ধার করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মঙ্গলবার এক কিশোরকে গহীন পাহাড়ের পাদদেশে অপহরণ করে নিয়ে যায়। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স কয়েকটি টিমে বিভক্ত হয়ে সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করে। নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের পাশে কাঁটাতারের বাইরে পাহাড়ের গহীন অরণ্য থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। অপহরণের সাথে জড়িত দুই রোহিঙ্গা কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গা আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।