সংবাদদাতা, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেটের ফাইনাল খেলায় রান আউট দেওয়ার জের ধরে আম্পায়ারকে পিটিয়ে গুরুতর আহত করেছে গণিত বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে আন্তঃবিভাগ গেমস সাব কমিটির সভাপতি অধ্যাপক ইলিয়াছ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
আহত আম্পায়ারের নাম খুরশিদ আলম সুইট। তিনি রাজশাহী জেলা আম্পায়ার এসোসিয়েশনের সদস্য।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান এবং গণিত বিভাগের মধ্যকার খেলাই প্রথম ইনিংসে শারীরিক শিক্ষা বিভাগ ৯ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসের খেলায় গণিত বিভাগ ১১৫ রানের টার্গেটে ব্যাটিং শুরু করে। একপর্যায়ে তৃতীয় উইকেটের রান আউটকে কেন্দ্র করে আম্পায়ারের সঙ্গে গণিত বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। পরে আম্পায়ারের সিদ্ধান্তকে মেনে নিয়ে উভয়দল খেলা চালিয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে গণিত বিভাগ ৮ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে হেরে যায়।
কিন্তু খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গণিত বিভাগের ১০ থেকে ১২ জন শিক্ষার্থী অ্যাম্পায়ারকে স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ সময় মাঠে উপস্থিত অন্যরা হামলাকারীদের ছত্রভঙ্গ করে। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য পাঠানো হয়।