মাঠে-মাঠে প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক শামসুল আলম আনুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
আজ এক শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,শামসুল আলম আনু দেশের একজন প্রথিতযশা ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি দেশের অন্যতম প্রাচীন ক্লাব ওয়ারী ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। ক্রীড়ার উন্নয়নে তিনি আমৃত্যু সচেষ্ট ছিলেন।
ক্রীড়াঙ্গনে তার অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। প্রতিমন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, শামসুল আলম আনু দক্ষিণ এশিয়ান টেবিল টেনিস ফেডারেশনের দুই বারের সাধারণ সম্পাদক ছিলেন। এশিয়ান টেবিল টেনিস ফেডারেশনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।