প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার খাজানগর থেকে ১৩৮ পিস ইয়াবা এবং ২৮০ গ্ৰাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি আভিযানিক দল।
রোববার (১৭ জানুয়ারী) র্যাব-১২ এর সিপিসি-১, কুষ্টিয়ার মাদকবিরোধী অভিযানে কুষ্টিয়ার খাজানগর থেকে ১৩৮ পিস ইয়াবা এবং ২৮০ গ্ৰাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে বাদশা (২৬), তোফাজ্জল (৪২) ও মামুন (৪৩) নাম বলে জানা গেছে। ওই তিন মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের এক কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে আমাদের এ যুদ্ধ অব্যাহত থাকবে। এ যুদ্ধে আপনিও অংশগ্রহন করুন।
তিনি সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়ে আরও বলেন, তথ্য দিন, আমাদের উপর আস্হা রাখুন, পাশে থাকুন।
আসুন হাতে হাত রেখে মাদকমুক্ত সমাজ গড়তে একসাথে লড়াই করি বলেও আহবান জানানো হয়েছে।