নিজস্ব প্রতিবেদকঃ জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সম্মেলনে যোগ দিতে রোববার ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪-২৬ জুলাই রোমে এই সম্মেলন হবে। প্রধানমন্ত্রীর এই সফরকালে ইতালির সঙ্গে বাংলাদেশের দুটি সমঝোতা স্মারক সই হবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন।
এ কে আব্দুল মোমেন বলেন, ‘ইতালি সম্প্রতি বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ইতালিতে আমাদের বহু প্রবাসী আছেন এবং যেসব অবৈধ বাংলাদেশী রয়েছেন, তাদের বৈধ করার জন্য অনুরোধ করব। তাদের যেন অসুবিধা কম হয় সে বিষয়ে নজর রাখতে তাদের অনুরোধ করব। ইদানীং অনেক শিক্ষার্থী ইতালি যাচ্ছে, তাদের সুবিধা-অসুবিধা নিয়েও আলোচনা হবে। যুদ্ধে ইউরোপের যে অবস্থান সেখানে আমরা শান্তি চাই। প্রধানমন্ত্রী এ বিষয়ে বক্তব্য দিচ্ছেন, সেখানেও দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে স্কুল ফিডিং প্রোগ্রামটা আরো শক্তিশালী করব। আমাদের তিন ভাগের এক ভাগ উপজেলায় স্কুল ফিডিং নতুন আঙ্গিকে চালু করব। শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ব খাদ্য সংস্থার সমঝোতার মাধ্যমে কাজটি হচ্ছে। ফলে স্কুলের শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার আগ্রহ আরো বাড়বে, ড্রপ আউট কমবে। এরই মধ্যে আমরা এ প্রোগ্রামের সফলতা অর্জন করেছি। তাই এখন আরো বড় আকারে এটি চালু করার উদ্যোগ নিয়েছি। আশা করি আগামীতে সারা দেশে স্কুল ফিডিং প্রোগ্রাম চালু করতে পারব।
উল্লেখ্য, ২৩ জুলাই প্রধানমন্ত্রী ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন, ২৪ জুলাই তিনি খাদ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, ২৫ জুলাই ইতালির নতুন সরকারের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন এবং ২৬ জুলাই সকালে দেশে ফিরবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। তিনদিনের এ সম্মেলনে ৩০টির বেশি অনুষ্ঠান হবে।
গতকাল আখাউড়া-লাকসাম ডাবল লাইন নির্মাণ প্রকল্পের আওতায় নবনির্মিত ৭২ কিলোমিটার ডুয়াল গেজ ডাবল লাইন রেলপথে ট্রেন চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন, ‘সরকার বিএনপি-জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেবে না। তবে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে ছাড় দেয়া হবে না। সবখানে ক্যামেরা থাকবে এবং কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেয়া হবে।