300X70
শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতাঃস্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
sahana akter
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। তাই আইন মেনেই পরবর্তী ব্যবস্থা নিতে হবে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে আইডিইবি’র জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের দুই দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া কয়েকটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি কারাগারে ছিলেন, কিন্তু তার স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার দণ্ডাদেশ স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন, যাতে তিনি উন্নত চিকিৎসা পান, সে ব্যবস্থা করা হয়েছে।”

তিনি বলেন, ‘তাকে বিদেশে নিতে তার ভাই একটি আবেদন করেছিলেন, কিন্তু এখানে আইনি জটিলতা আছে। আমরা আমাদের পক্ষ থেকে আবেদনটি আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। এরপরে কিছু করতে হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থায় যেতে হবে। প্রধানমন্ত্রীও গতকাল এটা নিয়ে ব্রিফ করেছেন। ‘
যুক্তরাষ্ট্রের দূতাবাসে নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সড়কে চারটি দেশকে স্পেশাল সিকিউরিটি দিয়ে আসছিলাম। এমনিতে তাদের দূতাবাসে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। আমি সংখ্যায় বলছি না, কিন্তু যুক্তরাষ্ট্র দূতাবাসে সর্বোচ্চ পুলিশ পাহারায় নিয়োজিত আছে।

‘যখন তারা বাইরে যান আমরা গাড়ির একটা প্রটেকশন দিতাম। কিছু মন্ত্রীর ক্ষেত্রে যেমন সামনে- পেছনে পুলিশের গাড়ি থাকে, এমন চারটি দেশের রাষ্ট্রদূত চলাচলের সময় সে ধরনের প্রোটেকশন দিতাম।’

তিনি আরও বলেন, ‘আমরা সেই রাস্তার প্রটেকশনে পুলিশের পরিবর্তে আনসার গার্ড রেজিমেন্ট নিয়োগ করেছিলাম, যারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম ও সেনাবাহিনী থেকে সর্বোচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত। আমরা চেয়েছি রাস্তায় চলাচলের নিরাপত্তায় আনসার গার্ড রেজিমেন্ট থাকবে ও একজন পুলিশ কমান্ডার থাকবে।
মন্ত্রী বলেন, ‘যে চারটি দেশের রাষ্ট্রদূতকে এটি দেয়া হয়েছে, সেটি তারা মেনে নিয়েছে। শুধু যুক্তরাষ্ট্র একটু আপত্তি জানিয়েছে। এরপরেও তারা মনে করলে এটা নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলব, চিন্তা
করব।’

 

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

কলাপাড়ায় কুলখানির অনুষ্ঠানে হামলা, আহত-২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘মেন্টাল হেলথ’ বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ নিয়মিত চলবে

সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা মামুনের লাশ উদ্ধার

ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের আদর্শ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীসহ রাজনৈতিক নেতাদেরকে বিএনপির ঈদ শুভেচ্ছা

ফেনীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয় কর্তৃক জাতীয় শোক দিবস পালন

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

দুবাইয়ে জনতা ব্যাংক লিমিটেডের ব্যবসায়ী সমাবেশ

শেখ রাসেল দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন

ব্রেকিং নিউজ :