প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের বিজয়পাশা পশ্চিমপাড়া গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে কৃষক সাহেব আলী শেখের একমাত্র বসত বাড়ি।
গত মঙ্গলবার (২ মার্চ) বিকাল অনুমান ৩ টার দিকে আগুনের ধোঁয়া ও লেলিহান দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চার চালা একটি টিনের ঘর সহ টাকা পয়সা ও মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। সেই সাথে ধ্বংস হয় সাহেব আলী শেখ ও তাঁর পরিবারের স্বপ্ন।
সব হারিয়ে বর্তমানে কৃষক পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক সাহেব আলী’র সাথে কথা হলে তিনি বলেন, আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে, আমি সামান্য কৃষি কাজ করে চার সদস্যের পরিবার-পরিজন নিয়ে কোন রকম জীবনযাপন করছিলাম। আগুনে পুড়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার পরিবার নিয়ে বেঁচে থাক থাকতে মাথা গোঁজার একটা ঠাঁই চাই।