টঙ্গী প্রতিনিধি: গাজীপুরে টঙ্গীতে মৃত গরু জবাই করে বিক্রির চেষ্টায় দুই জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।তারা হলেন চাঁদপুর জেলার ছেঙ্গারচর থানার কলাকান্দা এলাকার মৃত আদম আলীর ছেলে মোঃ দুলাল।
তিনি বর্তমানে থাকেন এরশাদ নগর ৮ নং ব্লক টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুর মহানগর। অপরজন বরিশাল জেলার হিজলা থানার মেমাইন্না এলাকার আব্দুল জব্বারের ছেলে আহম্মদ উল্লাহ( ৪৫) তিনি বর্তমান থাকেন এরশাদ নগর ০৫ ব্লক টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুর মহানগর।
এই বিষয় টঙ্গি পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতেনাতে দুই জনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিলে, তিনি ঘটনাস্থলে আসেন এবং দুই জনকে সাজা দেন।