গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার যশরা ইউনিয়নের কুর্শাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সম্পর্কে তারা চাচাতো ভাই–বোন। মারা যাওয়া শিশুরা হলো ওই এলাকার উমরের মেয়ে নাফিছা খাতুন (৪) ও মোঃ ইউসুফের ছেলে ইয়াসিন (৪)।
জানা যায়, আজ দুপুর দুইটার দিকে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করতে কয়েকজন শিশুদের সঙ্গে বাড়ি থেকে বের হয়। খেলার একপর্যায়ে নাফিসা ও ইয়াসিন বাড়ীর পাশের ডুবায় ডুবে যায়। দীর্ঘক্ষণ পরও ফিরে না আসায় বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
বাড়ির পাশের একটি ডুবায় ওই দুজনকে ভাসতে দেখেন স্বজনেরা। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন। যশরা ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।