গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্জ্য পানির টাংকিতে পড়ে দুই সহদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার ভোর ৪টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের হাবিবুর রহমান ওয়াসরুম থেকে ফেরার সময় বাড়ির মধ্যে থাকা পানির টাংকিতে পড়ে যায়।
এসময় তাঁর ভাই হাসান ও প্রতিবেশী মিন্টু মিয়া তাকে উদ্ধারের জন্য এগিয়ে এলে তাঁরাও ট্যাংকিতে পড়ে যায়। এতে হাসান ও হাবিবুর রহমানের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিন্টু মিয়াকে আহত ও দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে। গুরুতর আহত মিন্টু মিয়াকে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।