300X70
সোমবার , ৮ জানুয়ারি ২০২৪ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গাইবান্ধার ৩ টিতে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৮, ২০২৪ ১:২৬ পূর্বাহ্ণ

ফারুক হোসেন, গাইবান্ধা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনের ৩ টিতে নৌকা ও ২টি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এরমধ্যে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ঢেঁকি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার, গাইবান্ধা-২ সদর আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবির, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে নৌকার প্রার্থী উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়ি আসনে নৌকা প্রতীকের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন।

গাইবান্ধা-১ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ গোবিন্দগঞ্জ আসনে ঢেঁকি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন। মোট ১শ ১৪ কেন্দ্র প্রাপ্ত ফলাফলে ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী ভোট পেয়েছেন ৪৩ হাজার ৪শ ৯১ । সুন্দরগঞ্জ সহকারী রিটানিং অফিসার তরিকুল ইসলাম এ ফলাফল ঘোষনা করেন।

গাইবান্ধা-২ :
গাইবান্ধা-২ সদর আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবির বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। মোট ১শ ১৪ কেন্দ্র প্রাপ্ত ফলাফলে ট্রাক প্রতীক ৬৪ হাজার ১শ ৯০ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুর রশীদ সরকার ভোট পেয়েছেন ৬১ হাজার ৩৭ । সদর সহকারী রিটানিং অফিসার এ ফলাফল ঘোষনা করেন। রাতে জেলা নির্বাচনী কন্ট্রোল রুম সুত্রে এ তথ্য নিশ্চিত করে।

গাইবান্ধা-৩ :
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে নৌকার প্রার্থী উম্মে কুলসুম স্মৃতি ৫৭ হাজার ১শ ১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মফিজুল হক ঈগল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট।

৭ জানুয়ারি রোববার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা শেষে রাতে কন্ট্রোল রুম সুত্রে এ তথ্য জানা যায়। গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা-৪ : গোবিন্দগঞ্জ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন। মোট ১শ ৩৯ কেন্দ্র প্রাপ্ত ফলাফলে ২ লক্ষ ১ হাজার ১শ ৭১ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ মনোয়ার হোসেন চৌধুরী পেয়েছেন ২৭ হাজার ৪শ ৫০ ভোট। এছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী কাজী মোঃ মশিউর পেয়েছেন ৪ হাজার ৩শ ৮ ভোট। গোবিন্দগঞ্জ সহকারী রিটানিং অফিসার রাসেল মিয়া এ ফলাফল ঘোষনা করেন।

গাইবান্ধা-৫ : সাঘাটা-ফুলছড়ি আসনে নৌকা প্রতীকের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন। মোট ১৪৫ কেন্দ্র প্রাপ্ত ফলাফলে ১ লক্ষ ৭হাজার ৩শ ৯৭ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী পেয়েছেন ৬৩ হাজার ৫শ ২৬ ভোট। জেলা নির্বাচনী রাতে কন্ট্রোল রুম সুত্রে এ তথ্য জানা যায়।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :