গাইবান্ধা প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজেলার অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা, আর্থিক সহায়তা ও মিষ্টির প্যাকেট প্রদান করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
এ সময় সদর উপজেলার নির্বাহী অফিসার রাফিউল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদর ইউনিট কমান্ডার আলী আকবর মিঞা, সাবেক ডেপুটি কমান্ডার খয়বর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সরকার দুদু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. অলিউর রহমান সদর উপজেলার ২৫ জন অসুস্থ বীর মুক্তিযোদ্ধার বাড়ি বাড়ি গিয়ে তাঁদের খোঁজ খবর নেন ও সম্মাননা প্রদান করেন। এসময় সদর উপজেলার ১২ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার নির্মাণাধীন বাড়িও পরিদর্শন করেন।