গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সকালে গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এই চেক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল হক।
গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল হক জানান, সমাজসেবা অধিদফতরাধীন জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা সেবা হিসেবে জেলার সাত উপজেলার ৩২২ জন রোগীর প্রত্যেককে এককালীন ৫০ হাজার টাকা করে এক কোটি ৬১ লক্ষ টাকার এই চেক বিতরণ করা হবে।
যা পর্যায়ক্রমে বিতরণ করবে সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কর্মকর্তারা। এই টাকা দিয়ে গরীব, দুস্থ ও অসহায়রা এসব দূরারোগ্য ব্যাধির প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহন করতে পারবেন। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুল হাসান সরকার ও সমাজসেবা কর্মকর্তা (রেজি.) মো. মিজানুর রহমান মল্লিক প্রমুখ।
গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা হিসেবে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদেরকে ২০১৩-১৪ অর্থ বছর থেকে এই চেক বিতরণ কর্মসূচি শুরু করে সমাজসেবা অধিদফতর।
আর্থিক সহায়তার চেক পেয়ে কয়েকজন রোগী জানান, তারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। ধুঁকে ধুঁকে দিন যাচ্ছে। চিকিৎসা করাতে ইতোমধ্যে বহু টাকা ব্যয় করেছেন। অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এখন এই টাকায় চিকিৎসা করতে পারবেন ও তাদের অনেক উপকার হলো বলে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।
সরকারি রাস্তা জবর দখল করে বাড়ী নির্মাণে অবরুদ্ধ ৩ গ্রামের মানুষ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি রাস্তা জবর দখল করে বসতবাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার সাবগাছি হাতিয়াদহ গ্রামে এ ঘটনায় তিন গ্রামের হাজার হাজার মানুষ যাতাযাত করতে না পেরে অবরুদ্ধ হয়ে পড়েছে।
গতকাল সোমবার (১১ এপ্রিল) ভুক্তভোগীরা রাস্তার ওপর নির্মাণ করা বাড়ী অপসারণের দাবি করে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, উপজেলার করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে ছাতারপাড়া পর্যন্ত একটি কাঁচা সরকারি রাস্তা রয়েছে। রাস্তাটির ওপর সাবগাছি হাতিয়াদহ নামক স্থানে স্থানীয় আকবর আলী, আব্দুল কাদের ও রাশিদুল ইসলাম পাকাবাড়ী-ঘর ঘর নির্মাণ করেন।
সাবগাছি হাতিয়াদহ গ্রামের ব্যবসায়ি রনি মিয়া জানান,রাস্তার ওপর বাড়ীঘর নির্মাণ করায় পাশ্ববর্তী ছাতারপাড়া, বিশ্বনাথপুর ও শাকপালা গ্রামের হাজার হাজার মানুষ যাতাযাত করতে না পেরে অবরুদ্ধ হয়ে পড়েছে।
ভুক্তভোগিদের অভিযোগ, উপজেলা সদরে যাতাযাতের জন্য এটি প্রধান রাস্তা। সেই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় তারা সহজে উপজেলা সদরে যাতাযাত করতে পাচ্ছেনা। বিকল্প রাস্তা হিসেবে বিশুবাড়ী হয়ে প্রায় ৫ কিলোমিটার সড়ক ঘুরে বিশুবাড়ী হয়ে উপজেলা সদরে যেতে হচ্ছে। এতে করে ভোগান্তিতে পড়ছেন তারা।
এদিকে সরকারি রাস্তা কবর দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ আকবর আলী স্বীকার করে বলেন,“অন্যান্যরাও তো রাস্তা দখল করে বাড়ী করেছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার জন্য সহকারি কমিশনার (ভূমি)কে নির্দেশ দেওয়া হয়েছে।