300X70
রবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গাছা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১২:২৩ পূর্বাহ্ণ

গাজীপুর মহানগর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ঐতিহ্যবাহী “গাছা প্রেসক্লাব” এর কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল চারটায় গাছা প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাছা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খানের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ। এসময় গাছায় অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক মহানগর আওয়ামী লীগের সদস্য এসএম শামীম আহমেদ, কবি ও সাহিত্যিক এ কে এম বদরুল আলম লিটন, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল, ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন মোল্লা, সাংবাদিক রাহিম সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরকারি রেজিস্টার ও আওয়ামী লীগ নেতা মোঃ শাহজাহান, গাছা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার চেয়ারম্যান ও গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক।

গাছা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা, এমারত হোসেন বকুল সরকার, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, টঙ্গী সাংবাদিক ক্লাবের সভাপতি আওলাদ হোসেন, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম আখতারুজ্জামান, গাছা থানা কৃষকলীগের সভাপতি শাহজালাল তরুণ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন প্রমুখ। উল্লেখ্য গত ৪ আগস্ট শুক্রবার বিকালে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয় দৈনিক আইন বার্তার সাংবাদিক মোসাদ্দেকুর রহমান মুসাকে। নির্বাচন কমিশনার ১৮ আগস্ট ২০২৩ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী গত ২২ ও ২৩ আগস্ট মনোনয়নপত্র বিক্রয় করা হয়।

প্রেসক্লাবের ১৫টি পদের মধ্যে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। সভাপতি পদে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ২৬ আগস্ট ২০২৩ ইং এর মধ্যে সভাপতি পদে দুজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। নির্বাচন কমিশনার বলেন, একাধিক প্রার্থী থাকায় নির্বাচনী প্রক্রিয়া অগ্রসর হচ্ছিল। কিন্তু দুজন প্রার্থী, সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন ও আলমগীর কবির তাদের পারিবারিক সমস্যা দেখিয়ে নির্বাচন কমিশনার কাছে তাদের মনোনীত লোক দিয়ে প্রত্যাহার পত্রটি পাঠান।

নির্বাচন কমিশনার প্রত্যাহার পত্র পাওয়ার পর। আর কোন সভাপতি প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার আবদুল্লাহ আল মামুন মন্ডল কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ঘোষণা করেন। এছাড়াও ১৩ টি পদে মনোনয়ন ফর্ম যোগ্য হিসেবে বিবেচিত হলে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বেসরকারিভাবে তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় ঘোষনা করা হয়।
আগামী ১৬ সেপ্টেম্বর শপথের মাধ্যমে নবনির্বাচিতদের দায়িত্ব হস্তান্তর করবেন বলে নির্বাচন কমিশনার জানান।

গাছা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি- আব্দুল আল মামুন মন্ডল (সাপ্তাহিক বিজয় বার্তা) সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান (এশিয়ান টিভি ক্রাইম) সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম মন্ডল (দ্য মুসলিম টাইমস), সহ-সভাপতি এমারত হোসেন সরকার বকুল(দৈনিক সংবাদ মোহনা), যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (দৈনিক আজকের বসুন্ধরা) সাংগঠনিক সম্পাদক টিটু কান্তি কর (সাপ্তাহিক উদয়ের পথে), যুগ্ম সাংগঠনিক সম্পাদক জুম্মন খান (দৈনিক দিনের আলো), দপ্তর বিষয়ক সম্পাদক জাকির হোসেন জিয়া (দৈনিক আলোর জগত), শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান লিটন (দৈনিক একুশে’র বানী), মহিলা বিষয়ক সম্পাদক সুমা আক্তার লুবনা (দৈনিক দেশবার্তা), কার্যনির্বাহী সদস্যরা সেলিম হোসেন (বাংলা নিউজ টিভি), জাহিদ হোসেন জিহাদ (দৈনিক আমাদের সংবাদ), প্রদীপ কুমার সরকার (দ্যা বাংলাদেশ ডাইরী)।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :