প্রতিনিধি, গাজীপুর: বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গাজীপুরে জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার গাজীপুর মহানগর জাতীয় পার্টির উদ্যোগে র্যালী ও পথসভার আয়োজন করা হয় । মহানগর জাতীয় পার্টির অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের রাজবাড়ী সড়ক প্রদক্ষিন শেষে শিববাড়ী এসে শেষ হয় । পরে একটি পথসভা অনুষ্ঠিত হয় ।
এতে বক্তব্য রাখেন, মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক স্বাস্থ্য সচীব এম এম নিয়াজ উদ্দিন, সদস্যসচীব ও গাসিকের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোশারফ হোসেন, মোঃ জাকির হোসেন, শেখ মাসুদুল আলম টিটু, এডভোকেট রফিকুল ইসলাম, এডভোকেট আবু তালেব মানিক, আশরাফুল আলম, জহিরুল ইসলাম সরকার, শ্রী প্রবন চন্দ্র ঘোষ, আমান উল্লাহ আমান, মোঃ আমজাদ হোসেন, আঃ আজিজ, রফিকুল ইসলাম প্রমুখ ।