গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার কমিশন গাজীপুর মহানগর শাখার উদ্যোগে দিনব্যাপি সমাজের সুবিধা বঞ্চিত দরিদ্র অসহায় দুই শতাধিক গরীব রোগীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে জয়দেবপুর শহরের হাবিবুল্লাহ সরণিতে সংগঠনের কার্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের মহানগর কমিটির সভাপতি ও সরকারের সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের বিশেষজ্ঞ চিকিৎসক ডা: সম্পা রানী মন্ডল, ডা. আনোয়ারা আহমেদ, ডা. আল আমিন রোগনির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদানসহ বিনামূল্যে ঔষধ বিতরণ ও স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন।
এ সময় সংগঠনের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহ-সভাপতি ডাক্তার কমর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম সদস্য সাংবাদিক অলিদুর রহমান অলি সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।