প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর মহানগরে জাতীয় পার্টির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদের ৯২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে নগরীর হাবিবুল্লাহ সরণিতে মিলাদ, দোয়া, কেক কাটা ও স্বরণসভা অনুষ্ঠিত হয়।
মহানগর জাতীয় পার্টির আহবায়ক সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও গাজীপুর সিটির ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোশারফ হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড. মনোয়ার হোসেন, হাজী জাকির হোসেন, শেখ মাসুদুল আলম টিটু, মো. হারুন-অর রশীদ । গাজীপুর মহানগর জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক আব্দুস সালাম মোল্লার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, হাজী মো. আব্দুস সামাদ, মোঃ ইসরাফিল মিয়া, এমএ হানিফ মাষ্টার, মোঃ জহিরুল ইসলাম সরকার, আজিজ আহাম্মেদ সরকার, মো. আকরাম হোসেন, সাইফুল আলম সরকার, মো. ওমর ফারুক, বাহারুল ইসলাম ইউনুস, মো. জসিম উদ্দিন, মো. রফিকুল ইসলাম রফিক, রমিজ উদ্দিন রাজু, আমান উলাøহ আমান, মো. হাবিবুল্লাহ, নাসির উদ্দিন তালুকদার, মো. আয়নাল মিয়া, মো. মনির হোসেন ভূইয়া, মো. সালেহ আহম্মদ, মো. দুলাল মৃধা, ফয়সাল রানা, নূরুল ইসলাম নুরু, মো. পারভীন সুলতানা, আমজাদ হোসেন প্রমুখ।