গাজীপুর, সংবাদদাতা : পুরনো দামের খোলা সয়াবিন ও পাম তেল বাড়তি দামে বিক্রির অভিযোগে গাজীপুরের টঙ্গী বাজারের দুটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে টঙ্গী বাজারের মেসার্স তাহের এন্ড সন্স ও মেসার্স নোয়াখালী বাণিজ্য বিতানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় জব্দ ১২ হাজার ৬৪৮ লিটার ভোজ্যতেল খোলা বাজারে পুরনো দামে বিক্রি করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।
তিনি বলেন, অভিযান চালিয়ে টঙ্গী বাজারের মেসার্স তাহের এন্ড সন্স থেকে পুরনো দরের ৬ হাজার ৭৩২ লিটার খোলা সয়াবিন ও পাম তেল এবং মেসার্স নোয়াখালী বানিজ্য বিতান থেকে পুরনো দরের ৫হাজার ৯১৬ লিটার খোলা সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়। এসময় উপস্থিত আগ্রহী ক্রেতাদের মাঝে পূর্বের দরে এক লিটার ১৬০ টাকা, দুই লিটার ৩১৮ টাকা এবং পাঁচ লিটার ৭৬০ টাকা এবং খোলা সয়াবিন ১৪৩ টাকা ও পাম ১৩৩ টাকা দরে বিক্রি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।