অলিদুর রহমান অলি, গাজীপুর : গাজীপুরে ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন-বিএইচআরসি গাজীপুর মহানগর শাখার উদ্যোগে জেলা শহরের হাবিবুল্লাহ সরণিস্থ কমিশনের কার্যালয়ে এক আলোচনা সভাও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সংগঠনের গাজীপুর মহানগর কমিটির কার্যকরি সভাপতি অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনে সভাপতি সাবেক স্বাস্থ্য ও গণশিক্ষা সচিব এমএম নিয়াজ উদ্দিন, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সহ সভাপতি ডা. মোঃ কমর উদ্দিন, ফজলুল হক বাদল, শাহ সামসুল হক রিপন, আব্দুল মালেক মিয়া, প্রিন্সিপাল হুমায়ূন কবির, আবুল হোসেন চৌধুরী, সাংবাদিক আব্দুর রহমান, মাহবুবুল আলম, ডা. মাসুম আহমেদ মিজান, এমারত হোসেন বকুল, সাংবাদিক অলিদুর রহমান অলি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের অসহায়, নির্যাতিত ও নিপিড়িত মানুষের জন্য কাজ করতে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠায় সমাজের সকল স্তরে মানবাধিকার রক্ষার জন্য আহবান জানান বক্তারা।