গাজীপুর প্রতিনিধি :গাজীপুর সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাংবাদিক আতাউর রহমান সভাপতি এবং দৈনিক জনকন্ঠের এস. এম. নূরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল রবিবার (৪ অক্টোবর) বিকেলে টঙ্গী প্রেসক্লাবে নির্বাচন পরিচলানা কমিটির কমিশনার অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া ৮ সদস্য বিশিষ্ট এই কমিটির নাম ঘোষণা করেন। ৮ সদস্য বিশিষ্ট কমিটির অনন্যা সদস্যরা হলেন, সহ-সভাপতি এম এ সালাম শান্ত, যুগ্ম-সম্পাদক নূরুল আমিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক কামাল হোসেন বাবুল এবং প্রচার সম্পাদক শেখ মোহাম্মদ শহিদুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শামসুন নাহার ভূইয়া এমপি, গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম এ বারী, ইত্তেফাকের সিনিয়র আল মামুন, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান, মহানগর আওয়ামীলীগ নেতা মো. শহিদুল্লাহ, টঙ্গী প্রেসক্লাব সভাপতি এম.এ হায়দার সরকার ও সাধারণ সম্পাদক মো: কালিমুল্লাহ ইকবাল প্রমুখ।
গত ১৯ সেপ্টেম্বর গাজীপুর সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক অবজারভার সম্পাদক ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।