300X70
শুক্রবার , ২৮ জুলাই ২০২৩ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মুক্তিযোদ্ধার সন্তানের স্লোগান হবে জয় বাংলা : আ.ক.ম মোজাম্মেল হক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ২৮, ২০২৩ ১:২২ পূর্বাহ্ণ

আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) : নোয়াখালীর চাটখিলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন কালে ভ্যাচুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন মুক্তিযোদ্ধা সন্তানের স্লোগান হবে জয় বাংলা।

বৃহস্পতিবার ( ২৭ শে জুলাই ) দুপুর ১২ টায় চাটখিল ১১ নং পোলের পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করা হয়। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ভ্যাচুয়াল ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল -সোনাইমুড়ী) আসনের এমপি এইচ এম ইব্রাহিম। উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল ভিপি, চাটখিল উপজেলার ভাইস চেয়ারম্যান আলি তাহের ইভু।

অতিথি ভক্তরা ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন। সভাপতির বক্তব্যে চাটখিলে উপজেলার জীবিত বীর মুক্তিযোদ্ধাদের ‘বীরত্ব গাঁথা শীর্ষক’ স্মৃতিচারণ নিয়ে তৈরি সাক্ষাৎকার অনুষ্ঠানটির কথা তুলে ধরেন এবং এঁদের সর্বদায় শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য বলেন। এ সময় এমপি এইচ এম ইব্রাহীম বলেন মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জয় বাংলা স্লোগানে দেশ স্বাধীন করেছে। সেজন্য তাঁরা আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল বা মতের হতে পারে না।

প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁরা জয় বাংলা স্লোগান দিয়ে এ দেশ স্বাধীন করেছে। তাঁদের সন্তানদেরও স্লোগান হবে জয় বাংলা। তাঁদের সন্তানেরাও জয় বাংলা স্লোগান ছাড়া অন্য কোন দল বা মতের হতে পারেনা। তাঁরা এই সরকারের। এই সরকার তাঁদের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিয়েছে।আগামী দিনে দেশ গড়ার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ থাকবে। বক্তব্য শেষে মন্ত্রী চাটখিল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :