অলিদুর রহমান অলি, গাজীপুর : গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে গাজীপুর শহরের সংগঠনের মুন্সিপাড়াস্থ কার্যালয়ে উপদেষ্ঠা বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ রেজা চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বায়েজীদ হোসেনের সঞ্চালনয় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ফখরুল আলম, আক্তারুজ্জান, আলহাজ্ব বেলাল হোসেন, এম . মহিউদ্দিন শরিফী, সিরাজ উদ্দিন, জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, ঢাকা সাব এডিটরস কাউন্সিল-এর নির্বাহী সদস্য ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদ (বিওএসপি)-এর সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ, গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি আকরাম হোসেন, সাধারন সম্পাদক নজরুল ইসলাম আজহার, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, গাজীপুর সাংবাদিক কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম জিতু প্রমুখ।