গাজীপুর মহানগর প্রতিনিধি : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। গতকাল গাজীপুর সিটি করপোরেশন কর-৩ অঞ্চলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৩৫ নং ওয়ার্ডের স্বর্ন পদকপ্রাপ্ত কাউন্সিলর আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মামুন মন্ডলের সভাপতিত্বে ও বাবুল হোসেন মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুর সিটি করপোরেশনর ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরন।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ শহিদুল্লাহ, এসএম শামীম, গাসিক ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সাইফুল ইসলাম দুলাল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ লিটন, গাছা থানা মৎস্যজীবী লীগের সভাপতি নবীন হোসেন, সাধারণ সম্পাদক সামসাদ আহাম্মেদ খান রুবেল, আওয়ামী নেতা ইকবাল মোল্লা, ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আক্তার ও শালেমা খাতুনসহ অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এতে বক্তারা বলেন ১৫ আগষ্টের কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নিহত সাথে জড়িতদের দেশে ফেরত এনে বিচারের দাবি করেন ও আগামী সংসদ নির্বাচনে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান।
১৫ আগষ্ট নিহতদের স্মরণে দোয়া পরিচালনা করেন কৃষক লীগের ধর্মবিষয়ক সম্পাদক শাহআলম গাজীপুরী।