গােপালগঞ্জ প্রতিনিধিঃ
গােপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি) ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাে. শাহজাহানের বিরুদ্ধে সাবেক গৃহকর্মীকে যৌন হ্যরানির অভিযােগ উঠেছে। ওই শিক্ষকের বাসার সাবেক গৃহকর্মী এ অভিযােগ করেন।
ভুক্তভােগী গৃহকর্মী অভিযােগে জানান, তিনি গৃহকর্মী হিসেবে কাজ করার সময় বাসায় অন্য কেউ না থাকলে তার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ। হওয়ার চেষ্টা করতেন অধ্যাপক শাহজাহান। তাকে আর্থিক প্রলােভন দেখিয়ে অনৈতিক প্রস্তাবও দিতেন তিনি।
এ বিষয়ে আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভুক্তভােগীকে অন্য কারাে প্ররােচনায় এবং কোন অসৎ উদ্দেশ্য হাসিল করতে ওই শিক্ষকের বিরুদ্ধে এ অভিযােগ এনেছেন কিনা, তাছাড়া ঘটনার প্রায় ২ বছর পর এখন কেন এ অভিযােগ তুলেছেন এমন প্রশ্নের উত্তরে ভুক্তভােগী জানান, ঘটনা সত্য।
আমি সে সমযে বিশ্ববিদ্যালযের একাধিক ম্যাডামদেরকে বিষয়টি জানিয়ে প্রতিকার চেয়েছি। তারা বলেছেন তুমি যার নিকট বিচার চাইবে তার বিরুদ্ধেই তােমার অভিযােগ। অপেক্ষা করাে স্থায়ী ভিসি স্যার আসলে ভবিষ্যতে দেখা যাবে।
এদিকে ওই গৃহকর্মী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড.এ কিউ এম মাহাবুব মহােদযের বরাবরে যৌন হয়রানির একটি লিখিত। অভিযােগ দিলেও তা তিনি গ্রহণ করেননি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরােধ সেলও তার অভিযােগ পত্রটি গ্রহণ করেননি।
এ বিষয়ে বশেমুরবিপ্রবি’র উপাচার্য একিউএম মাহবুব বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঘটেনি। তাছাড়া ভুক্তভােগী বিশ্ববিদ্যালয়ের কেউ নন। ভুক্তভােগীকে ন্যায়বিচার পেতে আইনের আশ্রয় নিতে হবে। বশেমুরবিপ্রবি’র যৌন নির্যাতন প্রতিরােধ সেলের প্রধান মানসুরা খানম বলেন, অভিযােগটি বিধিসম্মত না হওয়ায় তা গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানান।
অভিযুক্ত শিক্ষক অধ্যাপক শাহজাহান এ বিষয়ে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুথে তৎকালীন উপাচার্য খন্দকার নাসিরউদ্দিন পদত্যাগ করলে তিনি ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। পরে খন্দকার নাসির উদ্দিন পন্থীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন এটি তারই ধারাবাহিকতা। তাকে হেয় করার জন্য এটি করা হচ্ছে।