প্রতিনিধি, তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাত যানবাহনের চাপায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৫ জুলাই) ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উপজেলার বড়বিল এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপচালক নাটোরের গুরুদাসপুর উপজেলার দত্তকানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে কিরণ মৃধা (২৮) ও সিরাজগঞ্জ সদরের রেলওয়ে কলোনীর মৃত দুলু শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৪৭)।
এ প্রসঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান বলেন, পিকআপচালক কিরণ মৃধা ভোরে মহিষলুটি মাছের আড়তে আসার পথে তার পিকআপটি বিকল হয়ে যায়। পরে সেটি মেরামতের জন্য জাহাঙ্গীর আলমকে ডেকে নেন। তারা দুজন মিলে মহাসড়কের পাশে বিকল পিকআপটি মেরামত করছিলেন। এমন সময় অজ্ঞাত একটি যানবাহন তাদের দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।