নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনেক সময় নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজব থেকে ডিসিদের সর্তক থাকার আহ্বান জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, যেসব মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো খুঁজে বের করা হবে। কোন কোন মাধ্যম বেশি ব্যবহার হয় এসব গুজব ছড়ানোর কাজে, তা খুঁজে বের করে তথ্য মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।
তিনি বলেন, দেশের উন্নয়নে সরকার ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হয়। তাই, আওয়ামী লীগ সরকার প্রশাসনকে কখনোই দলীয়করণ করেনি, ভবিষ্যতে করবেও না।
তথ্যমন্ত্রী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন কীভাবে কাজ করবে, তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন; সরকার নয়।