বাহিরের দেশ ডেস্ক: গুরুত্বপূর্ণ দুটি নৌবহরের কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া।বাল্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বহর পরিচালনায় এ পরিবর্তন আনা হয়েছে।
বাল্টিক নৌবহরের সাবেক প্রধান এডমিরাল ভিক্টর লীনাকে প্রশান্ত মহাসাগরীয় রুশ নৌবহরের কমান্ডার করা হয়েছে।রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাস ও ইন্টারফক্সের বরাত দিয়ে আনাদুলো এজেন্সির খবরে এ তথ্য উঠে এসেছে।
বাল্টিক নৌবহরের কমান্ডারের দায়িত্ব অর্পণ করা হয়েছে ভ্লাদিমির ভরোবিয়বকে; যিনি এর আগে এই বহরের ভাইস এডমিরাল ছিলেন।
প্রশান্ত মহাসাগরীয় রুশ বহরের সাবেক প্রধান সের্গেই অ্যাভাকিয়ান্টের স্থলাভিষিক্ত হবেন লীনা।
আনুষ্ঠানিকভাবে ৬৫ বছর বয়সি আভাকিয়ান্ট অবসর নিয়েছেন। কারণ তার বয়স হয়ে গেছে।