নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান- ২ এ অবস্থিত বহুতল ভবন এবিএম টাওয়ারে নীচ তলায় লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বারীধারা’র দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আজ বেলা সোয়া ১১টার দিকে ওই লাগা আগুন সম্পন্ন ভাবে তারা নির্বাপন করতে সক্ষম হয়। তবে, এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
”দি লাইফ সেভিং ফোর্স” সদর দপ্তরের ডিউটি অফিসার মো: এরশাদ হোসাইন আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০ টা ৪৫ মিনিটের দিকে গুলশান- ২ রোড নম্বর-১০৩/এ বাড়ি নম্বর- ৮ ১১তলা বিশিষ্ট বহুতল ভবন এবিএম টাওয়ারে নীচ তলায় হঠাৎ করে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। পরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বারীধারা’র দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। ১০ টা ৫৮ মিনিটের দিকে ওই আগুন নিয়ন্ত্রনে আনে হয়। পরে বেলা সোয়া ১১টার দিকে ওই লাগা আগুন সম্পন্ন ভাবে নির্বাপন করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৈদুতিক যোগযোগ থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচেছ। তবে, এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, আগুনে ওই ভবনের নিজ তলার বৈদুতিক সাবস্টেশন পুড়ে গেছে।প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও পর্যন্ত জানা যায়নি।