গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে এপেক্স বাংলাদেশ জেলা-৭ কনভেনশন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কনভেনশনে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গেবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এ ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন।
এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জের আয়োজনে কনভেনশনের সভাপতিত্ব করেন এপেক্স ক্লাবের গর্ভনর জেলা-৭ এপেক্সিয়ান শাহারুল ইসলাম টিটু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান ইলিয়াস জসিম, এনভিপি কনএেপেক্সিয়ান মাহমুদুল হক সাবু, ৩৭তম কনভেনশন কমিটির চেয়ারম্যান কেএম জাহাঙ্গীর আলম প্রমূখ।