মার্টারসেল কাটতে গিয়ে বিস্ফোরণ
ফারুক হোসেন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামের বিস্ফোরণের ঘটনা তদন্তে ঢাকা থেকে টেররিজম ইউনিয়নের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা পৌছার পর কাজ শুরু করেছে। বোম বিশেষজ্ঞ দলটি আজ সকাল ৯ টায় তদন্ত কাজ চালাচ্ছে।
এদিকে ঘটনার পর বাড়ীর মালিক নিহত বোরহানের মা, ভাবী, স্ত্রী সহ অপর এক ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেপাজতে নেয়া হয়েছে। এঘটনায় গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, বিস্ফোরণের সাথে কোন জঙ্গি সংশ্লিষ্টতা বা নাশকতার ঘটানোর পরিকল্পনা ছিলনা। ১৯৭১ সালে বা তার পূর্বের মটারসেল ওই বাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ছিল সেটি কাটতে গিয়ে এ বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।
এই বাড়ীতে গতকাল বিকেলে বিস্ফোরণের ঘটনায় বাড়ীর মালিক বোরহান সহ ৩ জন নিহত হয়। ঘটনার পর থেকেই বাড়ীটি ঘেরা করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রামটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।