গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কের শিববাড়ি এলাকায় গতকাল সোমবার রাতে ট্রাক্টরের ধাক্কায় শারমিন আকতার বিউটি (২৫) ও সায়েদ মিয়া (২৭) নামে সিএনজিচালিত অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছে। নিহত শারমিন আকতার বিউটি উপজেলার নাকাই ইউনিয়নের উত্তর পাটোয়া গ্রামের মনজুরুল প্রধানের মেয়ে এবং সায়েদ গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিক্সা পাঁচ যাত্রীসহ নাকাইহাট যাওয়ার পথে বিপরীতদিক থেকে আসা একটি দ্রæতগামী ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ সিএনজি-অটোরিক্সার ৫ যাত্রী গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারমিন আকতার বিউটি ও সায়েদ মিয়া মারা যান।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক মোবারক আলী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক ট্রাক্টরটি আটক করে থানায় আনা হয়েছে।