গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতি কৃতিতে শ্রদ্ধাঞ্জলী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কর্তন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদুসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।