গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ টি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে গাইবান্ধা—৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম।
সড়কগুলি হলো উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী থেকে কামদিয়া ফাঁসিতলা সড়ক, কামদিয়া ইউনিয়নের লম্বাদিঘী থেকে ঘোড়াঘাট মাঝার পর্যন্ত এবং মহিষমুড়ি থেকে শ্যামপুর সড়ক। সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন উপলক্ষে বেগুন বাড়ী বাজারে এক আলোচনা সভা কাটাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, জাতীয় সংসদ সদস্যের সমন্বয়ক কৃষিবিদ আব্দুল্যা আল হাসান চৌধুরী লিটন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনা জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু,উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক খালিদ আহমেদ চৌধুরী তুহিন, সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুত্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আহসানুল হক সুমন, যুবলীগের নেতা নুরন্নবী নান্নু,প্রমুখ।
প্রায় ২ কোটি টাকা ব্যায়ে সড়ক ৩টি পাকাকরণ কাজের বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর।