গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৮শ’ পিস ইয়াবাসহ ৫ যুবককে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম, এসআই সজিব, এসআই মোবারক হোসেন ও এএসআই সাইফুলের নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত রহমান পাগলার বাড়িতে অভিযান চালিয়ে শাবগাছি গ্রামের কলিম উদ্দিনের ছেলে রকেট(৩০), দুদু সরকারের ছেলে লিটন সরকার (৩২) চন্ডিপুর গ্রামের লালমিয়ার ছেলে আব্দুল বাতেন(৩৫), বগুলাগাড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে মতিউর রহমান(২৮) ও নোদা পাড়া (জামালপুর) গ্রামের ডিপটি মিয়ার ছেলে মোখলেস(৩২) কে জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করে। এসময় পুলিশ তাদের দেহ তল্লাশি করে রকেটের নিকট হতে ৫শ’ পিস ও বাতেনের নিকট হতে ৩শ’ পিস মোট ৮শ’ পিস ইয়াবা ও অন্যান্য আসামিদের নিকট হতে মাদক সেবনের সরঞ্জাম এবং জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে ।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী ও সেবনকারি। আসামি বাতেনের বিরুদ্ধে আরো ৯ টি মাদক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন আছে এবং ২টি ওয়ারেন্টও মুলতবি ছিলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য ও জুয়া আইনে মামলা দায়ের হয়েছে।