গোবিন্দগঞ্জ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রণ প্রকল্পে মধ্যমে ঘর নির্মান করে দেওয়ার কাজ চলছে।
গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে উপজোর কাটাবাড়ি ইউনিয়নের মালেকাবাদ ও ৭নং দিঘিরপাড়ে পরিদর্শন করেন ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী মহোদয়,গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তুহিন হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, এমপি মহোদয়ের সমন্বয়কারী আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, গাইবান্ধা জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, যোদ্ধা অপরাধী মামলার বাদী আব্দুর রশিদ, গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, এমপি মহোদয়ের পিএ খায়রুল আলম সহ নেতৃবৃন্দ।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি খাস জমিতে দুস্থ অসহায় পরিবারের মাটির কাচা ঘর ভেঙ্গে নতুন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের (টিনের চালার) পাকা গৃহ নির্মাণ দেওয়া হচ্ছে।