ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে প্রথম দফায় ৩৩ জন কৃষি শ্রমিক বাহী একটি বাস কুমিল্লায় পাঠানো হয়েছে।
চলতি বোরো মৌসুমে বৃহত্তর রংপুর অঞ্চল থেকে দেশের বিভিন্ন স্থানে ফসল কাটার শ্রমিক সংকট মেটাতেই এমন উদ্যোগ।
রবিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু-সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান ।
চলমান সর্বাত্মক লকডাউনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় রংপুর ও গাইবান্ধা জেলার অংশ হিসেবে গোবিন্দগঞ্জ থেকে ৩৩ জন শ্রমিককে একটি বাসে কুমিল্লা সদরে পাঠানো হয়। এসময় স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের বিনামূল্যে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার প্রদানের পাশাপাশি বিভিন্ন সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন উপস্থিত কর্মকর্তারা।